
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই এবং ব্যারিস্টার পরিচয়ে প্রতারণা ও অর্থ আত্মসাৎকারী শামীম রহমান (৩৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৭টার দিকে রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন ৪ নম্বর সেক্টর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি বগুড়া সদর উপজেলার নিশিন্দারা কারবালা এলাকার মৃত লাল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, শামীম রহমান নিজেকে তারেক রহমানের চাচাতো ভাই এবং পেশায় ব্যারিস্টার দাবি করে বিএনপি নেতা-কর্মীদের বিভিন্ন পদ-পদবি পাইয়ে দেয়ার নাম করে অর্থ আত্মসাৎ করতেন। সম্প্রতি বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ইমরান হোসেন ও গোলাম রব্বানী নামে দুই নেতার সঙ্গে তার পরিচয় হয়। শামীম তাদের যুবদলের পদ পাইয়ে দেয়ার আশ্বাস দিয়ে যথাক্রমে ২ লাখ ও ১ লাখ টাকা দাবি করেন।
পরে বগুড়ার মমইন কফিশপে সাক্ষাতে ইমরান হোসেন ৩০ হাজার এবং গোলাম রব্বানী ২০ হাজার টাকা প্রদান করেন। পরে খোঁজ নিয়ে তারা জানতে পারেন, শামীমের তারেক রহমানের সঙ্গে কোনো সম্পর্ক নেই এবং তিনি ব্যারিস্টারও নন।
ঘটনার পর প্রতারিতদের পক্ষ থেকে হারুন-উর-রশিদ নামে একজন বগুড়া সদর থানায় ২ জুলাই একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে ডিবি তদন্তে নামে এবং বৃহস্পতিবার সকালে ঢাকার উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারের সময় তার কাছ থেকে ১০টি স্বাক্ষরিত ফাঁকা চেক, ৪টি এটিএম কার্ড, ডজনখানেক বিভিন্ন কোম্পানির সিমকার্ড এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আজ দুপুর ২টায় বগুড়া জেলা ডিবি কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান জানান, শামীম রহমান এসএসসি পাসের পর আর পড়ালেখা করেননি। তার কোনো ব্যারিস্টার ডিগ্রি নেই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করার জন্য ভুয়া পরিচয় ব্যবহারের কথা স্বীকার করেছেন।
তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং বিকেলে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।