রাজনীতি

এনসিপির জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা

রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলার ঘটনা ঘটেছে।

বুধবার (২ জুলাই) রাতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ হামলা চালানো হয়।

এর আগেও একই এলাকায় পরপর দুই দিন ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালায় দুর্বৃত্তরা। এর মধ্যে একবার এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করেও ককটেল হামলা চালানো হয়। ওই ঘটনায় দলটির চার নেতাকর্মী আহত হন।

বুধবারের হামলার প্রতিবাদে রাত সাড়ে ১২টায় ঢাকা মহানগর এনসিপির উদ্যোগে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে।

এদিকে হামলার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওর নিচে অনেকেই এই হামলার জন্য ‘ফ্যাসিস্টদের দোসর ও অনুসারীদের’ দায়ী করেছেন। কেউ কেউ মন্তব্য করেছেন, এসব হামলা প্রমাণ করে এনসিপি ধীরে ধীরে গণমানুষের দলে পরিণত হচ্ছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button