রাজনীতি
ট্রেন্ডিং

দেশের এই পরিস্থিতিতে নির্বাচন কিসের: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আপনারা পাটগ্রামে দেখে ফেলেছেন, আমার আর বলার নাই। পাটগ্রাম আমাদের চোখের সামনে না? এখন, দেশে এই পরিস্থিতি বিরাজ করছে। এমন পরিস্থিতিতে নির্বাচন কিসের? কি নির্বাচন হবে? এ জন্য আগে নির্বাচনের পরিবেশ অবশ্যই তৈরি করতে হবে।’

আজ শুক্রবার নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন জামায়াতের আমীর। 

এ সময় ডা. শফিকুর রহমান বলেছেন, ‘নির্বাচনের পরিবেশ তৈরির জন্যই সংস্কারের প্রশ্নগুলো এসেছে। যদি মৌলিক বিষয়গুলোতে কার্যকর সংস্কার হয়, তাহলে আলহামদুলিল্লাহ একটি ভালো নির্বাচন হবে। এবং যদির কোনো সুযোগ নেই, সংস্কার করতে হবে এবং ভালো নির্বাচনও করতে হবে।’ 

জামায়াতে ইসলামী সব সময় মবের ঘোরবিরোধী উল্লেখ করে এই নেতা বলেন, ‘মব সর্বকালে বাংলাদেশে ছিল, এটা ৭২ সাল থেকেই শুরু হয়েছে। এবং এখন পর্যন্ত এটা কন্টিনিউ করছে। কিন্তু এই মব আমরা চাই না, আমরা মবের ঘোরবিরোধী। দেখবেন যে, এসব মবে জামায়াতে ইসলামীর কোনো কর্মী-সমর্থক কোথাও জড়িত নাই।’

এই বিভাগের অন্য খবর

Back to top button