সারাদেশ

মোটরসাইকেলের টাকার জন্য বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মোটরসাইকেল কেনার টাকা না পেয়ে বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।

শুক্রবার (৪ জুলাই) সকালে উপজেলার পূর্বপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি মো. মাহবুব (৪২) কৃষিকাজে নিয়োজিত ছিলেন। অভিযুক্ত ছেলে মো. ইয়াসিন (২২) ঘটনার পর থেকেই পলাতক।

স্থানীয়রা জানান, সকালে ইয়াসিন মোটরসাইকেল কেনার জন্য বাবার কাছে টাকা দাবি করেন। মাহবুব টাকা দিতে রাজি না হলে দু’জনের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ইয়াসিন উত্তেজিত হয়ে হাতুড়ি দিয়ে বাবার মাথায় ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় মাহবুবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়দের দাবি, ইয়াসিন একজন মাদকাসক্ত।

পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশ আরও জানায়, প্রাথমিক তদন্তে মোটরসাইকেলের টাকার জন্য বাবাকে হত্যা করার তথ্য মিলেছে। অভিযুক্ত ইয়াসিনকে গ্রেপ্তারে অভিযান চলছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button