ক্রিকেটখেলাধুলা

চমক রেখে শ্রীলঙ্কা সফরের টি-টোয়েন্টি দল ঘোষণা


শ্রীলঙ্কায় পূর্ণাঙ্গ সিরিজ খেলতে থাকা বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট ও ওয়ানডে শেষে এবার টি-টোয়েন্টি সিরিজের অপেক্ষায়। এ সিরিজকে সামনে রেখে শুক্রবার (৪ জুলাই) ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

লিটন দাসের নেতৃত্বে ঘোষিত দলে এসেছে বেশ কিছু পরিবর্তন। চোট কাটিয়ে দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স করে জায়গা পেয়েছেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। দীর্ঘদিন পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

তবে সবচেয়ে বড় চমক হিসেবে দেখা যাচ্ছে আলোচনায় থাকা পেসার নাহিদ রানার দলে না থাকা। ১৬ সদস্যের এই স্কোয়াডে জায়গা হয়নি তার। বাদ পড়েছেন আরেক পেসার হাসান মাহমুদ ও স্পিনার তানভীর ইসলামও।

সাম্প্রতিক সিরিজে স্কোয়াডে থাকলেও একাদশে না থাকা নাজমুল হোসেন শান্ত এবার পুরোপুরি দল থেকে ছিটকে পড়েছেন।

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১০ জুলাই ক্যান্ডিতে। দ্বিতীয় ম্যাচ ১৩ জুলাই ডাম্বুলাতে এবং শেষ ম্যাচ ১৬ জুলাই কলম্বোতে। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন।

এই বিভাগের অন্য খবর

Back to top button