
নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে অপহৃত তিন ছাত্রকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এই জড়িত কিশোর গ্যাংয়ের চার সদস্যকে দেশীয় অস্ত্র ও অন্যান্য সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) শহরের মালতিনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো মো. আবির হোসেন বিদ্যুৎ (২৭), ওয়াজ মন্ডল (৩৬), মো. মাসুম আলম নায়েম (২৭) ও মো. মেহেদী হাসান (২৩)। এরা সবাই বগুড়া সদরের বিভিন্ন এলাকার বাসিন্দা।
এই অভিযান পরিচালনা করেন বগুড়া সদর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সাজ্জাদ রায়হান আকাশ।
প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, উত্তরবঙ্গ ম্যাটস ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আটক করে মুক্তিপন চায় দুর্বৃত্তরা। এমন একটি খবর পেয়ে সাঁড়াশি অভিযান চালানো হয়। অপহৃত তিন ছাত্রকে জীবিত ও সুস্থ অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয় সেনাবাহিনী।
এ সময় তাদের কাছ থেকে ৭টি দেশীয় অস্ত্র, ১৩টি সিম কার্ড, ৩টি ফাঁকা স্ট্যাম্প পেপার, ২৭ লক্ষ ৫০ হাজার টাকার একটি চেক, একটি কম্পিউটার সেট, বিভিন্ন ব্র্যান্ডের মদের বোতল, গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয় বলে জানান ক্যাপ্টেন সাজ্জাদ।
সদর থানার ওসি হাসান বাসির জানান, সেনাবাহিনী ও পুলিশের একটি টিম মিলে অভিযান পরিচালনা করে। এতে কিশোর গ্যাংয়ের চার সদস্য অস্ত্র, মাদকের সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।