
ক্লাব বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়াইয়ে সৌদি আরবের ক্লাব আল হিলালকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ব্রাজিলের ফ্লুমিনেন্স। শুক্রবার রাতে ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
এর আগে ইউরোপের জায়ান্ট ম্যানচেস্টার সিটিকে ৪-৩ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে চমক দেখিয়েছিল আল হিলাল। অন্যদিকে, ইউরোপের আরেক শক্তিশালী দল ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টারে পৌঁছায় ফ্লুমিনেন্স। ফলে দুই দলের মধ্যকার লড়াইটি ছিল সমানে সমান এবং উত্তেজনায় ভরপুর।
ম্যাচের ৪০ মিনিটে ফ্লুমিনেন্সের ২৩ বছর বয়সী মিডফিল্ডার ম্যাথিউস মার্টিনেল্লি প্রথম গোল করে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধ শেষ হয় এই এক গোলের ব্যবধানে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আল হিলাল সমতায় ফেরে। গোল করেন ব্রাজিলিয়ান তরুণ স্ট্রাইকার মার্কোস লিওনার্দো। এরপর দুই দলের মধ্যে লিড নেওয়ার প্রতিযোগিতা শুরু হয়।
তবে ম্যাচের ৭০ মিনিটে বদলি হিসেবে নামা হারকিউলিস ফ্লুমিনেন্সকে ফের এগিয়ে দেন। এটি ছিল তার টানা দ্বিতীয় নক আউট ম্যাচে বদলি হিসেবে নেমে করা গোল।
শেষ দিকে আল হিলাল মরিয়া চেষ্টা চালালেও ফ্লুমিনেন্স রক্ষণভাগের দৃঢ়তায় গোল শোধ করতে ব্যর্থ হয়। ফলে ব্রাজিলিয়ান ক্লাবটিই নিশ্চিত করে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল।