সারাদেশ

‘জুলাই বিপ্লব’ নিয়ে কটূক্তি, পুলিশ সদস্য বরখাস্ত

‘জুলাই বিপ্লব’ নিয়ে কটূক্তিমূলক ফেসবুক পোস্ট দেওয়ায় কুষ্টিয়ায় ফারজুল ইসলাম রনি নামে এক ট্রাফিক পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার (৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়া মডেল থানার ওসি মোশাররফ হোসেন।

গত ১ জুলাই বিকেলে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ‘জুলাই বিপ্লব’ নিয়ে অবমাননাকর পোস্ট দেন ফারজুল ইসলাম রনি। এ খবর ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন ছাত্র-জনতা। ওই দিন রাতেই তারা বিক্ষোভ মিছিল করে কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন। অভিযুক্ত পুলিশ সদস্যের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে স্লোগান দেন বিক্ষোভকারীরা।

পরে ফারজুলকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয় এবং তার ছুটি বাতিল করা হয়। তবে এরপর থেকে তাকে কর্মস্থলে দেখা যায়নি। পুলিশ সূত্রে জানা গেছে, তিনি আত্মগোপনে রয়েছেন।

কুষ্টিয়া ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর শেখ শাহাদাত আলী জানান, ফারজুল ইসলাম রনির বাড়ি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার দহকুলা গ্রামে। তিনি মৃত জালাল উদ্দিন মৃধার ছেলে। ২০২৩ সালের ১৩ জুলাই কুষ্টিয়া ট্রাফিক বিভাগে যোগদান করেন। ছুটিতে থাকাকালীন সময়েই তিনি ওই পোস্ট দেন।

ওসি মোশাররফ হোসেন জানান, ঘটনাটি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে এ চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button