খেলাধুলাফুটবল

তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

নারী এশিয়ান কাপের মূলপর্বে জায়গা আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশ। তবে বাছাইপর্বের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে ৭-০ গোলের বড় জয় দিয়ে দাপটের সঙ্গে অভিযান শেষ করল পিটার বাটলারের শিষ্যারা। এই জয়ে তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘সি’-এর চ্যাম্পিয়ন হয়েছে লাল-সবুজের মেয়েরা।

মূলপর্বে ওঠার লড়াইয়ে বাংলাদেশ প্রতিপক্ষের জালে মোট ১৬ গোল করেছে এবং হজম করেছে মাত্র একটি, যা এসেছিল স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে।

তুর্কমেনিস্তানের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। ৩ মিনিটেই গোলের সূচনা করেন স্বপ্না রানী। এরপর ৬ ও ১৩ মিনিটে জোড়া গোল করেন শামসুন্নাহার। ১৬ থেকে ২০ মিনিটের মধ্যে তিনটি গোল করেন মনিকা, ঋতুপর্ণা ও তহুরা খাতুন। প্রথমার্ধের ৪২ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে দলের গোলসংখ্যা ৭-এ পৌঁছে দেন ঋতুপর্ণা।

বিরতির পর আক্রমণের গতি কিছুটা কমে এলেও বাংলাদেশের জয় ছিল একচেটিয়া। ফলে ২০১০ সালে ভুটানকে ৯-০ ব্যবধানে হারানোর পর এটিই দেশের মেয়েদের সবচেয়ে বড় জয়গুলোর একটি।

বাছাইপর্বে বাংলাদেশ প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে বিধ্বস্ত করে এবং দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মিয়ানমারকে ২-১ ব্যবধানে হারিয়ে নিশ্চিত করে মূলপর্বের টিকিট।

আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ায় বসবে এএফসি নারী এশিয়ান কাপের মূলপর্ব। সেখানে সেরা ছয়ের মধ্যে জায়গা করে নিতে পারলেই ২০২৭ নারী বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন পূরণে আরও একধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। ঋতুপর্ণা, তহুরা, শামসুন্নাহারদের দুর্দান্ত পারফরম্যান্স সেই স্বপ্নকে এখন অনেকটাই বাস্তব মনে করাচ্ছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button