আন্তর্জাতিক খবর

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্যায় ১৩ জনের মৃত্যু, নিখোঁজ বহু শিশু

যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৩ জন। এছাড়াও নিখোঁজ রয়েছেন অন্তত ২৩ জন শিশু। ভয়াবহ এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে গুয়াদালুপে নদীর তীরবর্তী এলাকায় প্রবল বৃষ্টিপাতের কারণে। খবর রয়টার্সের।

শুক্রবার (৪ জুলাই) দক্ষিণ-মধ্য টেক্সাসের কের কাউন্টিতে গ্রীষ্মকালীন ক্যাম্পে যোগ দিতে যাওয়া অবস্থায় হঠাৎ করে এই বন্যা শুরু হয়। প্রবল বজ্রঝড় ও টানা ভারী বর্ষণে নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে যায়, যার ফলে এক ফুট পর্যন্ত বৃষ্টি হয় এলাকাটিতে। ফলে নিমিষেই তলিয়ে যায় অসংখ্য ঘরবাড়ি।

এখন পর্যন্ত উদ্ধার কার্যক্রমে ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান কের কাউন্টির শেরিফ ল্যারি লাইথা। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “আমার মনে হচ্ছে, সবকিছু শেষ হলে মৃতের সংখ্যা আরও বাড়বে।”

নিখোঁজ শিশুদের সন্ধানে নৌকা ও হেলিকপ্টার নিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছে জরুরি বিভাগের কর্মীরা। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা ইতোমধ্যে কের কাউন্টির কিছু অংশে জরুরি অবস্থা ঘোষণা করেছে।

বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৩০ হাজার মানুষ। প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন তারা। টেক্সাস হিল কান্ট্রিতে অবস্থিত এই এলাকা সান আন্তোনিও শহর থেকে প্রায় ১০৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত।

এই বিভাগের অন্য খবর

Back to top button