জাতীয়

সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব প্রেস সচিবের

গত ১৫ বছরের সাংবাদিকতা নিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। পাশাপাশি সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছেন তিনি।

শনিবার (৫ জুলাই) সকালে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) আয়োজিত পর্যালোচনা ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, বিগত সরকার আমলে সাংবাদিকরা সরকারের নিয়ন্ত্রণে ছিলেন। সেই অবস্থা থেকে বেরিয়ে এসে স্বাধীন সাংবাদিকতা প্রতিষ্ঠায় কাজ করছে অন্তর্বর্তী সরকার। কোনও সংস্থা যেন গণমাধ্যমকে ভয় দেখাতে না পারে, সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে এবং তাতে সরকারের হস্তক্ষেপ ন্যূনতম।

সভায় সম্প্রচার মাধ্যমের জন্য আলাদা কমিশন গঠন, সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এবং পৃথক বেতন কাঠামোর দাবি জানায় বিজেসি। এছাড়া, গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন প্রকাশের চার মাস পেরিয়ে গেলেও অগ্রগতি না হওয়া নিয়ে প্রশ্ন তোলে সংগঠনটি।

এই বিভাগের অন্য খবর

Back to top button