টেক্সাসে ভয়াবহ আকস্মিক বন্যা: মৃত ৫১, নিখোঁজ বহু শিশু

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫১ জনে পৌঁছেছে। স্যান অ্যান্টোনিও শহরে প্রবল বর্ষণের ফলে গুয়াদালুপে নদীর পানি প্রায় নয় মিটার (২৯ ফুট) বেড়ে যাওয়ায় হঠাৎ করে এ বন্যা দেখা দেয়। খবর সিএনএন ও এএফপির।
নদীর ধারে অবস্থিত একটি খ্রিষ্টান গ্রীষ্মকালীন ক্যাম্পে অবস্থান করছিল ৭৫০ শিশু। বন্যায় এখনো নিখোঁজ রয়েছে ২৭ জন শিশু। উদ্ধারকাজে সহায়তায় এক হাজারের বেশি কর্মী কাজ করছেন। ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার ও ড্রোন। গাছের ওপর থেকে মানুষকে উদ্ধার করতে হয়েছে কোস্টগার্ডের হেলিকপ্টারের সহায়তায়।
কার কাউন্টির পুলিশ কর্মকর্তা ল্যারি লেইথা জানান, নিহতদের মধ্যে ১৫ জনই শিশু। শনিবার সকালে বন্যার পানি কিছুটা নামতে শুরু করলে প্রায় ৮৫০ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। কারভিল শহরের নগর ব্যবস্থাপক ডাল্টন রাইস এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস) জানিয়েছে, কার কাউন্টিতে জরুরি অবস্থা প্রায় শেষ হলেও ভারী বৃষ্টিপাতের সতর্কতা এখনো জারি রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, কেন্দ্রীয় সরকার রাজ্য ও স্থানীয় প্রশাসনের সঙ্গে একযোগে কাজ করছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, পানির তোড়ে ঘরবাড়ি ও গাছপালা ভেসে গেছে। স্থানীয় আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার রাতে ওই এলাকায় ১২ ইঞ্চি বৃষ্টি হয়েছে—যা ওই অঞ্চলের বার্ষিক বৃষ্টিপাতের এক-তৃতীয়াংশ।