
বগুড়ার ওয়াপদা গেইট এলাকায় চলন্ত ট্রেনের ধাক্কায় রাকিব হোসাইন মোস্তাকিম (২১) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।
রোববার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাকিম জয়পুরহাটের ক্ষেতলালের হিমাদ্রিপাড়া এলাকার বাসিন্দা এবং সরকারি আজিজুল হক কলেজের হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।
জানা যায়, সান্তাহার থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনটি বগুড়া স্টেশনের দিকে যাচ্ছিল। এ সময় ওয়াপদা গেইট এলাকায় রেললাইন পার হতে গিয়ে মোস্তাকিম ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনায় তাঁর মোটরসাইকেলটিও দুমড়েমুচড়ে যায়।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মোটরসাইকেল নিয়ে মোস্তাকিম রেললাইন অতিক্রম করার সময় অসাবধানতাবশত ট্রেনের সামনে দাঁড়িয়ে যান। পেছনে থাকা এক বন্ধু মোটরসাইকেল থেকে নেমে নিরাপদ স্থানে চলে যাওয়ায় সে রক্ষা পায়।
পুলিশ মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।