
ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের বড়বিলা গ্রামে বৈদ্যুতিক মোটরের সুইচ মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাফিস শেখ (১৮) নামে এক এচএসসি দ্বিতীয় বর্ষের কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
তিনি স্থানীয় মামুন শেখের ছেলে ও গোসাইবাড়ি ডিগ্রি কলেজের ছাত্র ছিলেন।
শনিবার সন্ধ্যায় গোসলখানায় নষ্ট সুইচ মেরামত শেষে সেটি চালু করার সময় বিদ্যুতায়িত হন। আহত অবস্থায় তার মা চিৎকার দিলে প্রতিবেশীরা এসে দ্রুত উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোসাইবাড়ি ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য সোলায়মান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নাফিসের অকাল মৃত্যুর সংবাদ এলাকায় শোকের ছায়া ফেলে দিয়েছে।
স্থানীয়রা দাবি করছেন,ঘটনার কারণ হলো নিরাপত্তা উপকরণ বা অভিজ্ঞতা না থাকা। তারা প্রশাসনসহ বিদ্যুত নিরাপত্তায় সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন যাতে ভবিষ্যতে এমন দূর্ঘটনা আর না ঘটে।