ধুনট উপজেলা
ট্রেন্ডিং

ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ মাহমুদ হাসান রাসেল (৩৫) কে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ অভিযানে গ্রেফতার করেছে।

শনিবার (০৬ জুলাই) বেলা ১১:৩০ মিনিটে ধুনট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

গ্রেফতারকৃত রাসেলের পিতা মৃত বারিক এবং তার বাড়ি ধুনট উপজেলার সরদারপাড়া গ্রামে।

আইনশৃঙ্খলা বাহিনীর একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, রাসেল একজন ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন এবং তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানানো হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button