
ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পিএসজি ও বায়ার্ন মিউনিখের ম্যাচে মারাত্মক ইনজুরিতে পড়েছেন জার্মান তরুণ তারকা জামাল মুসিয়ালা। মাঠে সংঘর্ষের পর যন্ত্রণায় কাতরানো ২১ বছর বয়সি এই মিডফিল্ডারকে স্ট্রেচারে করে সরিয়ে নেওয়া হয়, যা মুহূর্তেই নাড়া দেয় ফুটবল বিশ্বকে।
জার্মান সংবাদমাধ্যম কিকার ও বিল্ড জানায়, প্রাথমিকভাবে মুসিয়ালার ফিবুলা ফ্র্যাকচার হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি লিগামেন্টেও গুরুতর ক্ষতির সম্ভাবনা রয়েছে। চিকিৎসকদের মতে, অন্তত চার থেকে পাঁচ মাস মাঠের বাইরে থাকতে পারেন তিনি।
এই সময়কাল নিশ্চিত হলে ২০২৫ সালের বাকি মৌসুমটিই শেষ হয়ে যাবে মুসিয়ালার জন্য। তবে শুরুতে যে শঙ্কা ছিল তিনি ২০২৫-২৬ মৌসুম এমনকি ২০২৬ বিশ্বকাপও মিস করতে পারেন, আপাতত সে আশঙ্কা কিছুটা কমেছে।
বায়ার্ন মিউনিখ সূত্রে জানা গেছে, রবিবার মিউনিখে ফিরে বিস্তারিত মেডিকেল পরীক্ষা ও এমআরআই করানো হবে। সেখান থেকেই চূড়ান্তভাবে জানা যাবে ইনজুরির প্রকৃত অবস্থা।
গত কয়েক বছরে মুসিয়ালা জার্মান ফুটবলের অন্যতম উজ্জ্বল প্রতিভা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার এই ইনজুরি বায়ার্নের মধ্যমাঠে বড়সড় শূন্যতা তৈরি করবে বলেই মনে করা হচ্ছে। একইসঙ্গে দুশ্চিন্তায় পড়েছে জার্মান জাতীয় দলের কোচিং স্টাফও।