সারাদেশ

উল্লাপাড়ায় ট্রাকচাপায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকা-রাজশাহী মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকচাপায় নিহত হয়েছেন এক বাবা ও তার ছেলে। নিহতরা হলেন—সিরাজগঞ্জের সলঙ্গা থানার পুরানবেড়া গ্রামের মৃত নূর মোহাম্মদ খন্দকারের ছেলে আব্দুল মান্নান খন্দকার (৭০) এবং তার ছেলে জুয়েল খন্দকার (৩৫)।

মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৭টার দিকে উল্লাপাড়া উপজেলার চড়িয়া মধ্যপাড়া গ্রামের পাশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে অসুস্থ বাবাকে নিয়ে আটোভ্যানে করে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন জুয়েল খন্দকার। পথে চড়িয়া মধ্যপাড়া এলাকায় ভ্যানটি উল্টে গেলে দুজনই রাস্তার ওপর পড়ে যান। এ সময় নাটোর থেকে ঢাকাগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করেছে পুলিশ। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছে।

পুলিশ জানায়, মরদেহ দুটি থানায় আনা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button