রাজনীতি
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহারিয়ার আজম মুন্না (৪৪) গ্রেপ্তার হয়েছেন।
সোমবার (৭ জুলাই) রাত ৮টার দিকে রাণীশংকৈল পৌর শহরের শিবদিঘি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে গত ৫ ফেব্রুয়ারি রাণীশংকৈল থানায় একটি মামলা হয়। মামলায় অন্যান্যদের পাশাপাশি সাবেক উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্নাকে আসামি করা হয়। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
শাহারিয়ার আজম মুন্না আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপ-কমিটির সাবেক সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।