আইন ও অপরাধ

খালেদা জিয়ার কণ্ঠ নকল করে প্রতারণা, হাতিয়ে নিয়েছে ২৬ কোটি টাকা!

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কণ্ঠ নকল করে প্রতারণার মাধ্যমে ২৬ কোটি টাকার বেশি অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মো. মোতাল্লেছ হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের ৫ নভেম্বর থেকে তিন মাসের মধ্যে সিটি ব্যাংকের গুলশান শাখায় মোতাল্লেছ হোসেনের নামে জমা হয় ৬ কোটি ৩৭ লাখ টাকা। অস্বাভাবিক এই লেনদেনের বিষয়ে ব্যাংক থেকে তথ্য চাওয়া হলে শুরু হয় তদন্ত। অনুসন্ধানে উঠে আসে, খালেদা জিয়ার কণ্ঠ নকল করে মানুষের কাছ থেকে টাকা আদায় করতেন মোতাল্লেছ ও তার সহযোগীরা।

বিএফআইইউ’র তদন্তে আরও জানা যায়, মোট ৯টি ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে, যার মধ্যে সাতটি হিসাবে লেনদেন হয়েছে প্রায় ২৬ কোটি ৮৪ লাখ টাকা। এর মধ্যে নভেম্বর থেকে তিন মাসে জমা হয় ১১ কোটি ১১ লাখ টাকা। অথচ তার ২০২৩-২৪ কর বছরের আয়কর রিটার্ন অনুযায়ী, ঘোষিত সম্পদ মাত্র ৩৪ লাখ টাকা।

প্রতারণার ঘটনায় কেউ এখনো মামলা না করলেও ঘটনার পর থেকেই পলাতক মোতাল্লেছ হোসেন। উল্লেখযোগ্যভাবে, তার ব্যাংক হিসাবের নমিনি হিসেবে আছেন তার চাচাতো ভাই, পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. কাইয়ুমুজ্জামান, যিনি বর্তমানে নৌ পুলিশে কর্মরত।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অকো-টেক্স লিমিটেডের পরিচালক মো. মোতাল্লেছ হোসেন। এক গণমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি দাবি করেন, ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগে তাকে হয়রানি করা হচ্ছে। এ ঘটনার পেছনে সরকারের একজন উচ্চপদস্থ আইন কর্মকর্তা ও বিএফআইইউ’র কয়েকজন কর্মকর্তা জড়িত বলেও তিনি অভিযোগ করেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button