ধুনট উপজেলা
ট্রেন্ডিং

বগুড়ায় নদীতে ভাসমান ব্যাগ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

বগুড়ার ধুনট উপজেলায় ইছামতি নদী থেকে অজ্ঞাত এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে কালেরপাড়া ইউনিয়নের আড়কাটিয়া গ্রামে নদীর ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা যায়, এক কৃষক চরে ঘাস কাটতে গিয়ে নদীতে একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ ভাসতে দেখেন। তিনি ব্যাগটি তুলে দেখেন, তার ভেতরে পুরোনো কাপড়ে মোড়ানো একটি নবজাতক ছেলের মরদেহ। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান।

পুলিশ জানায়, মরদেহটি ডিএনএ পরীক্ষা ও ময়নাতদন্তের জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক ঘণ্টা আগেই কে বা কারা নবজাতকের মরদেহ নদীতে ফেলে রেখে গেছে।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা রেকর্ড করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button