বগুড়া সদর উপজেলা
ট্রেন্ডিং

বগুড়ায় ১১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বগুড়ায় ১১০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি (গোয়েন্দা শাখা) পুলিশ।

রোববার (৭ জুলাই) বিকেল ৫টা ৩০ মিনিটে বগুড়া সদর থানার অন্তর্গত সূত্রাপুর গোহাইল রোডে এ জে আর কুরিয়ার সার্ভিসের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. সাদিক (২০)। তিনি বগুড়া জেলার শাজাহানপুর থানার চক কানপাড়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মো. আব্দুস সালাম সেলিম এবং মাতার নাম মোছাঃ রোমানা।

অভিযানে তার হেফাজত থেকে ১ হাজার ১শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের এক কর্মকর্তা জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বগুড়া সদর থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button