
গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে বগুড়ার নন্দীগ্রামে ৭০ গ্রাম হেরোইন, একটি মোবাইল ফোন ও একটি প্রাইভেট কারসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি (গোয়েন্দা শাখা) পুলিশ।
রোববার (৭ জুলাই) রাত ১০টা ৩৫ মিনিটে বগুড়া ডিবি পুলিশের একটি বিশেষ টিম নন্দীগ্রাম থানার রনবাঘা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন,
১. মো. শামিম আহম্মেদ সবুজ (২৮), পিতা মো. রবিউল ইসলাম ওরফে ভোট, মাতা শামসুনাহার বেগম;
২. মো. শিবলু (২৮), পিতা মো. শহিদুল ইসলাম, মাতা মোছা. বিলকিস আক্তার;
৩. মো. রফিকুল ইসলাম (২৮), পিতা শেখ রিয়াজুল ইসলাম, মাতা মোছা. নবিজ্ঞান বেগম।
তিনজনই বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার বাসিন্দা।
তাদের হেফাজত থেকে ৭০ গ্রাম হেরোইন, একটি মোবাইল ফোন ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
পুলিশ জানায়, মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে এবং আসামিদের বিরুদ্ধে বগুড়ার নন্দীগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।