
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১০ জুলাই। আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি ওই দিন ফল প্রকাশের প্রস্তাব দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই নির্ধারিত তারিখে ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।
বোর্ড সূত্রে জানা গেছে, এবার ফলাফল দেখার নিয়মে কোনো পরিবর্তন আসছে না। আগের নিয়ম অনুসারেই শিক্ষার্থীরা অনলাইন ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।
ফলাফল দেখার পদ্ধতি:
অনলাইনে:
শিক্ষার্থীরা www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার নাম (SSC), বোর্ড, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও সাল (2025) দিয়ে সাবমিট করলে ফলাফল দেখতে পারবেন।
এসএমএসে:
- সাধারণ শিক্ষা বোর্ড:
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন:SSC বোর্ডের_প্রথম_তিন_অক্ষর রোল_নম্বর 2025
উদাহরণ:SSC DHA 123456 2025
পাঠাতে হবে 16222 নম্বরে। - মাদ্রাসা বোর্ড:
ফল পেতে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে। মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন:Dakhil MAD রোল_নম্বর 2025
উদাহরণ:Dakhil MAD 123456 2025
পাঠাতে হবে 16222 নম্বরে। - কারিগরি শিক্ষা বোর্ড:
টাইপ করুন:SSC TEC রোল_নম্বর 2025
উদাহরণ:SSC TEC 123456 2025
পাঠাতে হবে 16222 নম্বরে।
রেজাল্ট শিট ডাউনলোড:
শিক্ষার্থীরা চাইলে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে নিজের ফলসহ রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবেন। প্রতিষ্ঠানভিত্তিক ফল দেখতে হলে EIIN নম্বর ব্যবহার করে বোর্ডের ওয়েবসাইট থেকেই রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।
উল্লেখ্য, এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে মোট ১৪ লাখ ৯০ হাজার ১৪২ শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। সারাদেশে ২ হাজার ২৯১টি কেন্দ্রে ১৮ হাজার ৮৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পরেই ফল প্রকাশের দিন চূড়ান্তভাবে জানানো হবে, তবে সংশ্লিষ্টরা বলছেন—১০ জুলাই ফল প্রকাশের সম্ভাবনা সবচেয়ে বেশি।