জাতীয়
ট্রেন্ডিং

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি নিতে প্রধান উপদেষ্টার নির্দেশ

আগামী জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে আয়োজনে আইন-শৃঙ্খলা বাহিনীকে ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি বিষয়ক এক সভায় তিনি এ নির্দেশনা দেন।

সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রতিটি ভোটকেন্দ্র সিসিটিভির আওতায় আনতেও নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

সভায় আরও জানানো হয়, এবারের জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় প্রায় ৮ লাখ সদস্য মোতায়েন থাকবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button