
বগুড়ার সেউজগাড়ি এলাকায় মাদক ও অস্ত্রবিরোধী এক সফল অভিযান চালিয়েছে সেনাবাহিনী। বুধবার (৯ জুলাই) বগুড়া সদর সেনা ক্যাম্পের তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদক ও সরঞ্জামসহ ৫ জন সক্রিয় মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
সেনাবাহিনীর টহল দলটির নেতৃত্ব দেন ক্যাপ্টেন মো. সাজ্জাদ রায়হান আকাশ। নিরাপত্তা ও নজরদারি কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন: মো. ফেরদৌস (৪৫),চক সূত্রাপুর জহুরুল পাড়া, আলম আকন্দ (৪৫),সেউজগাড়ি পালপাড়া, মো. শাওন শেখ (২৭),চক সূত্রাপুর,মোছা. তাসলিমা বেগম (৩৭),সেউজগাড়ি পালপাড়া, আইরিন আক্তার সোনালী,সেউজগাড়ি পালপাড়া।
এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১১টি দেশীয় তৈরি অস্ত্র,১টি বার্মিজ চাকু,১৫ বোতল ফেন্সিডিল,২০০ গ্রাম গাঁজা ও সেবনের সরঞ্জাম,বিপুল পরিমাণ খালি ফেন্সিডিলের বোতল।
অভিযান শেষে গ্রেফতারকৃত আসামি ও উদ্ধার করা মালামাল বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।