দুপচাঁচিয়া উপজেলা
ট্রেন্ডিং

বগুড়ায় জোড়া খুন: শ্বশুর ও পুত্রবধূর হাতপা বাঁধা লাশ উদ্ধার


দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়ায় এক বৃদ্ধ ও তার পুত্রবধূর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ জুলাই, ২০২৫) দিনগত রাত ১২টা ৫ মিনিট থেকে ভোর ৪টার মধ্যে উপজেলার লক্ষীমন্ডপ পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশের ধারণা ডাকাতের উদ্দেশ্যে এই দুইজনকে শ্বাসরোধ ও মাথায় আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহতরা হলেন ওই এলাকার অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক হাজী আফতাব হোসেন (৭০) এবং তার পুত্রবধূ রিভা আক্তার (৩০)।

নিহতদের স্বজনরা জানায়, আফতাব হোসেনের দুই ছেলে এবং দুই মেয়ে। দুই ছেলের মধ্যে বড় ছেলে শাজাহান আট বছর আগে সৌদি আরব যান। তার স্ত্রী রিভা এক ছেলে নীরব এবং কন্যা মালিহাকে নিয়ে শ্বশুর বাড়িতেই বসবাস করতেন। আফতাব হোসেনের ছোট ছেলে ঢাকায় বসবাস করেন। মঙ্গলবার রাতে খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েন।
বুধবার সকালে মালিহা তার পাশে হাত বাঁধা এবং গলায় ফাঁস অবস্থায় তার মাকে পড়ে থাকতে দেখে চিৎকার করে কান্নাকাটি করে। পরে এলাকাবাসী এসে ঘরের বাইরে রিভার শ্বশুর আফতাব হোসেনকেও হাত বাঁধা ও গলায় ফাঁস দেওয়া অবস্থায় পড়ে থাকতে দেখে দদতারা পুলিশকে খবর দেন।

বিষয়টি জানাজানি হওয়ার পর জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থলে লাশের সুরতহাল শেষে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) হোসাইন মোহাম্মদ রায়হান বলেন, রিভার ঘরের আসবাবপত্র তছনছ করা ছিলো। হত্যাকাণ্ডের পেছনে পূর্ব শত্রুতা, পারিবারিক বিরোধ কিংবা ডাকাতি, সম্ভাব্য সব দিক বিবেচনায় তদন্ত চলছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button