বাংলাদেশে জঙ্গিবাদ নিয়ে সতর্ক থাকার পরামর্শ যুক্তরাষ্ট্রের

বাংলাদেশে জঙ্গিবাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স মেগান বোল্ডিন।
বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ মন্তব্য করেন তিনি।
মেগান বোল্ডিন বলেন, বিশ্বের প্রতিটি দেশই সন্ত্রাস ও জঙ্গি হামলার ঝুঁকিতে থাকে। বাংলাদেশও এর বাইরে নয়। তিনি উল্লেখ করেন, অতীতে রাজনৈতিক নির্যাতন ও নিপীড়নের ঘটনাগুলো অনেক সময় জঙ্গিবাদের নামে চালিয়ে দেওয়ার নজির আছে। তবে তারপরও দেশটিকে জঙ্গিবাদ মোকাবেলায় সতর্ক থাকতে হবে।
এসময় বাংলাদেশের নিরাপত্তা খাতে সহযোগিতার প্রতিশ্রুতিও দেন তিনি।
জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমানে বাংলাদেশে সক্রিয় কোনো জঙ্গি তৎপরতা নেই। তবে নিষিদ্ধ ঘোষিত কিছু রাজনৈতিক দল মাঝে মাঝে মিছিল-মিটিংয়ের চেষ্টা করে, যেগুলো আইনশৃঙ্খলা বাহিনী কঠোরভাবে প্রতিহত করছে।
তিনি আরও বলেন, শুধু জঙ্গিবাদ নয়, যে কোনো অপরাধ মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় কাজ করছে। সেই অনুযায়ী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।
ঢাকার বারিধারার কূটনৈতিক এলাকায় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। সেখানে নিয়মিত বাহিনীর পাশাপাশি কোস্টগার্ডও মোতায়েন রয়েছে বলে জানান উপদেষ্টা।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও আইসিটি) খন্দকার মো. মাহাবুবুর রহমান, যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল ও ইকোনমিক কাউন্সিলর ইরিক গিলান, পলিটিক্যাল মিলিটারি অ্যাফেয়ার্স অফিসার জোস পপসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।