বাবার মরদেহ রেখে পরীক্ষা দিতে গিয়েছিলেন মারিয়া, ফল প্রকাশে কান্না

পরীক্ষার দিনই ভোরে হারিয়েছেন বাবাকে। হৃদয়বিদারক সেই মুহূর্তে বাবার মরদেহ বাড়িতে রেখেই এসএসসি পরীক্ষায় অংশ নেন মারিয়া আক্তার।
বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত ফলাফলে জানা গেছে, বিজ্ঞান বিভাগ থেকে তিনি জিপিএ ৩.৮৩ পেয়েছেন। তবে প্রত্যাশিত ফল না পাওয়ায় কান্নায় ভেঙে পড়েন তিনি।
মারিয়া পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের গাবুয়া গ্রামের শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। গত ১০ এপ্রিল তার বাবা মামুন হাওলাদার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ওইদিনই ছিল মারিয়ার এসএসসি পরীক্ষা।
শোক সামলেও পরীক্ষাকেন্দ্রে যাওয়া মারিয়ার সিদ্ধান্ত অনেকে দেখছেন সাহস ও আত্মত্যাগের উদাহরণ হিসেবে।
মারিয়া বলেন, “বাবা সবসময় চাইতেন আমি মানুষ হই। স্বপ্ন দেখতেন আমাকে ডাক্তার বানানোর। বাবার মুখটা মনে করে চোখের জল নিয়েই সেদিন পরীক্ষাকেন্দ্রে গিয়েছিলাম। কিন্তু যেভাবে প্রস্তুতি নিয়েছিলাম, তেমন ফল হয়নি। খুব কষ্ট লাগছে।”
বাবার স্বপ্নকে হৃদয়ে ধারণ করে বিজ্ঞান বিভাগে পড়াশোনা চালিয়ে গেছেন মারিয়া। ভবিষ্যতের পরিকল্পনা প্রসঙ্গে তিনি জানান, কোথায় ভর্তি হবেন, সে সিদ্ধান্ত তার চাচা নেবেন।
মারিয়ার ছোট চাচা অলিউল্লাহ গণমাধ্যমকে বলেন, “ভাই মারা যাওয়ার পর ও একেবারে ভেঙে পড়েছিল। আমরা সাহস দিয়েছি। আল্লাহর রহমতে সে পরীক্ষায় অংশ নিতে পেরেছে। এই রেজাল্ট দিয়ে তাকে ঢাকায় ভালো কোনো কলেজে ভর্তি করানোর চেষ্টা করছি। আশা করছি, ইন্টারে সে ভালো করবে।”