
রাজশাহী শিক্ষা বোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা। তবে গত সাত বছরের মধ্যে এবারই বোর্ডটির সবচেয়ে খারাপ ফলাফল এসেছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে প্রকাশিত ফলাফলে দেখা গেছে, রাজশাহী বোর্ডে এবার পাসের হার ৭৭.৬৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৩২৭ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্রীরা জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৯৬২ জন এবং ছেলেরা পেয়েছে ১০ হাজার ৩৬৫ জন।
ছাত্রীদের পাসের হার ৮২.০১ শতাংশ, যা ছেলেদের (৭৩ শতাংশ) তুলনায় অনেক বেশি।
গত সাত বছরের তুলনায় এবারই সবচেয়ে কম পাসের হার রাজশাহী বোর্ডে। পরিসংখ্যানে দেখা যায়,
- ২০২৩ সালে পাসের হার ছিল ৮৯.২৬ শতাংশ,
- ২০২২ সালে ৮৫.৮৮ শতাংশ,
- ২০২১ সালে ৯৪.৭১ শতাংশ,
- ২০২০ সালে ৯০.৩৭ শতাংশ,
- ২০১৯ সালে ৯১.৬৫ শতাংশ।
এ বছর রাজশাহী বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৮২ হাজার ৭৯২ জন। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৩৯ হাজার ৯৮৩ জন। বোর্ডের অধীন ২ হাজার ৬৯০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৯৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। কোনো প্রতিষ্ঠানেই শূন্য পাস হয়নি।
মোট ২৬৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষাকালে সাতজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, “কোনো ব্যাচ ভালো করে, আবার কোনোটা কিছুটা পিছিয়ে পড়ে—এটা স্বাভাবিক। আমরা বসে বিশ্লেষণ করবো কেন ফলাফল কিছুটা নিম্নমুখী হয়েছে।”
বোর্ডের চেয়ারম্যান আ ন ম মোফাখখারুল ইসলাম বলেন, “এ ব্যাচটি হয়তো কিছুটা কম মেধাসম্পন্ন ছিল। আবার সারাদেশেই পাসের হার কমেছে। এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, সেটাও খতিয়ে দেখা হবে।”