জাতীয়
ট্রেন্ডিং

বোমা আতঙ্কে ঢাকা-কাঠমান্ডু ফ্লাইট স্থগিত, চলছে তল্লাশি

ঢাকা-কাঠমান্ডু রুটের ফ্লাইট বিজি ৩৭৩ নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে সাময়িকভাবে স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। শুক্রবার (১১ জুলাই) বিকেল ৪টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটির ছেড়ে যাওয়ার কথা ছিল।

উড়োজাহাজটির বৈমানিক ছিলেন ক্যাপ্টেন আবদুর রহমান। তবে উড্ডয়নের আগ মুহূর্তে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে জানানো হয়, বিমানে বোমা রয়েছে। সঙ্গে সঙ্গে বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয় এবং আইনশৃঙ্খলা বাহিনী তল্লাশি অভিযান শুরু করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এ.বি.এম. রওশন কবীর বলেন, “একটি অজানা নম্বর থেকে ফোনে বলা হয়, ফ্লাইটটিতে বোমা রয়েছে। তখন উড়োজাহাজটি উড্ডয়নের প্রস্তুতিতে ছিল। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাৎক্ষণিকভাবে সবাইকে নামিয়ে আনা হয়।”

তিনি আরও জানান, বিষয়টি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) গুরুত্ব সহকারে নিয়েছে এবং নিরাপত্তা সংস্থাগুলো ইতোমধ্যে তল্লাশি শুরু করেছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button