খেলাধুলাফুটবল

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে ৯-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত সূচনা করলো বাংলাদেশ। ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় স্বপ্না-সাগরিকার দল ৯-১ গোলের বড় জয় তুলে নেয়। ম্যাচে হ্যাটট্রিক করেন মোসাম্মাৎ সাগরিকা।

বাংলাদেশ দলের কোচ পিটার বাটলার এশিয়ান কাপ বাছাইয়ের দলে থাকা ২৩ জনের মধ্যে ৮ জনকে শুরুর একাদশে রাখেন। শুরু থেকেই আক্রমণাত্মক খেলা শুরু করে স্বাগতিকরা। ম্যাচের দ্বিতীয় মিনিটেই ফ্রি-কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন মিডফিল্ডার স্বপ্না রানী। তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মুনকি আক্তার। শ্রীলঙ্কার রক্ষণের ছন্দপতনে গোলের উৎসবে মেতে ওঠে লাল-সবুজরা।

১৫ ও ১৯ মিনিটে গোল মিস করলেও ৩৭ মিনিটে সাগরিকা স্কোরশিটে নাম তোলেন। সিনহা জাহানের ক্রস থেকে নিখুঁত ছোঁয়ায় বল জালে পাঠান তিনি। প্রথমার্ধে আরও দুটি গোল করলেও অফসাইডের কারণে সেগুলো বাতিল হয়।

বিরতির পর আরও ভয়ঙ্কর হয়ে ওঠে বাংলাদেশ। ৪৮ মিনিটে মুনকি, ৫০ মিনিটে সিনহা, ৫৩ ও ৫৮ মিনিটে সাগরিকার পরপর দুটি গোল বাংলাদেশকে ৭-০ ব্যবধানে এগিয়ে দেয়। ৮৫ মিনিটে রুপা আক্তার কর্নার থেকে গোল করে ব্যবধান করেন ৮-০। ম্যাচের অতিরিক্ত সময়ে শ্রীলঙ্কা একটি সান্ত্বনার গোল করলেও, এরপরই শান্তি মার্ডি বাংলাদেশের হয়ে নবম গোলটি করেন।

চলতি আসরে অংশ নিচ্ছে বাংলাদেশ, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা। ভারত নাম প্রত্যাহার করে নেওয়ায় রাউন্ড-রবিন লিগ ফরম্যাটে চার দল একে অন্যের বিপক্ষে দুবার করে খেলবে। সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দলই হবে চ্যাম্পিয়ন।

আগামী ১৩ জুলাই নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ১৫ ও ১৭ জুলাই দুটি ম্যাচে প্রতিপক্ষ হবে ভুটান। ১৯ জুলাই ফের শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ এবং ২১ জুলাই আবার নেপালের বিপক্ষে মাঠে নামবে স্বপ্না-সাগরিকার দল।

বয়সভিত্তিক এই টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েরা এর আগেও দাপট দেখিয়েছে। ২০২৪ সালে ভারতের সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এখন পর্যন্ত পাঁচবারের আসরে চারবারই শিরোপা ঘরে তুলেছে লাল-সবুজ প্রতিনিধিরা।

এই বিভাগের অন্য খবর

Back to top button