বগুড়া সদর উপজেলা
ট্রেন্ডিং

বগুড়ায় শিক্ষানুরাগী আকবর আলীর নামে বিদ্যালয়, স্বপ্নের ভবনের উদ্বোধন করলেন ডিসি

যেখানে স্বপ্নেরা কাঁদে বইয়ের আশায়, সেখানে কেউ কেউ এগিয়ে আসে নিরবে-ভবিষ্যৎ গড়তে।

বগুড়া সদর উপজেলার এক সাধারণ দুপুর হয়ে উঠল এক অসাধারণ অধ্যায়ের সূচনা- যখন আলহাজ আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়-এর নতুন একাডেমিক ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক হোসনা আফরোজা।

এই নির্মাণ শুধু একটি ভবনের নির্মাণ নয়, বরং এটি একটি প্রজন্মের স্বপ্ন নির্মাণ।

এই কীর্তির পেছনে যিনি রয়েছেন নীরবে, তিনি আকবরিয়া লিমিটেডের চেয়ারম্যান হাসান আলী আলাল। যিনি নিজ পিতা আলহাজ্ব আকবর আলী মিঞা এর স্মৃতিকে অম্লান রাখতে বিদ্যালয়ের জন্য নিজস্ব জমি দান করেছেন।

হাসান আলী আলাল বলেন, আমার বাবা ছিলেন একজন শিক্ষানুরাগী ও দানবীর মানুষ। তিনি শিশুদের খুব ভালোবাসতেন। তাদের ভবিষ্যৎ গড়ার জন্য তিনি কাজ করে গেছেন আজীবন। এই বিদ্যালয় তাঁর প্রতি আমাদের শ্রদ্ধার নিদর্শন।নিজস্ব জমি দান করে তিনি যেন প্রমাণ করলেন, উন্নয়নের সবচেয়ে বড় উৎস হৃদয় থেকেই আসে। তার এই মহানুভবতায় জেলা পরিষদের অর্থায়ন ও বাস্তবায়নে শুরু হলো বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ কাজ।

এই নির্মাণ কাজ যেন বলে গেল, যেখানে নেতৃত্ব, উদারতা আর প্রশাসনিক সদিচ্ছা একসাথে আসে, সেখানেই জন্ম নেয় ভবিষ্যতের প্রেরণা।

বৃহস্পতিবার আয়োজিত এক অনাড়ম্বর কিন্তু হৃদয়স্পর্শী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নির্মান কাজের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। এ সময় তিনি বলেন, একটি ভবন মানে শুধু চার দেয়াল নয়, এটি মানে শত শত শিশুর সম্ভাবনা। আজ আমরা এক ভবিষ্যতের ভিত্তি স্থাপন করলাম।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মো. শাহ নেওয়াজ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আরাফাত হোসেন।

এ সময় তারা বলেন, এ ধরনের ব্যতিক্রমী ব্যক্তিগত উদারতা ও সরকারি উদ্যোগ একত্র হলে দেশের প্রাথমিক শিক্ষার চেহারা বদলে যাবে।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. গোলাম কবির,জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. মোহায়েদুল ইসলাম,আকবরিয়া লিমিটেডের ডিএমডি আরমান খোসাইন,ডিরেক্টর (এইচআর এডমিন) ইকবাল নুর,ডিরেক্টর (হোটেল) আশিক ইবনে হাসান,একাউন্টস কো-অর্ডিনেটর আবিদ হোসেন,হেড অব এডমিন আব্দুস সালাম,বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন কুমার দাস,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

এই বিভাগের অন্য খবর

Back to top button