মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা: জামায়াত আমিরের তীব্র প্রতিক্রিয়া: “হে সমাজ, জেগে উঠো!”

রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে সোহাগ নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১১ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি লেখেন, “বিদেশে অবস্থানকালীন এই নির্মম হত্যাকাণ্ডের খবর পেয়ে আমি বাকরুদ্ধ। এ কোন যুগ, কোন সমাজ! শত শত মানুষের সামনে একজন সাধারণ ব্যবসায়ীকে শুধু চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর কারণেই কতটা ভয়ঙ্করভাবে হত্যা করা হলো!”
তিনি লেখেন, “হে ক্ষতিগ্রস্ত পরিবার, আমরা তোমাদের কাছে লজ্জিত। হে সোহাগ, তোমার এমন পরিণতি হওয়ার আগে আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারিনি— এ ব্যর্থতার দায় আমাদের। হে সমাজ, জেগে উঠো! নীরব থাকলে বিপদ তোমার দিকেও ধেয়ে আসবে। তাই ভয় না পেয়ে অপরাধীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
প্রসঙ্গত, গত বুধবার সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগকে পিটিয়ে ও ইট-পাথর দিয়ে মাথা থেঁতলে নির্মমভাবে হত্যা করা হয়। হত্যার পর মরদেহের ওপরও চলে পৈশাচিকতা। এ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দেশজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করে।