সারাদেশ

বিমানে বোমা আতঙ্ক: ছেলের পরকীয়া ঠেকাতে ফোন করেন মা

ঢাকা-কাঠমান্ডুগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা আতঙ্ক সৃষ্টির ঘটনায় তিনজনকে আটক করেছে র‍্যাব। পরকীয়া সম্পর্ক থামাতে এ ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছিল বলে জানিয়েছে বাহিনীটি।

শনিবার (১২ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান।

তিনি জানান, এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—ইমন নামের এক যাত্রীর মা রাশেদা বেগম, স্ত্রী তাহমিনা এবং বন্ধু ইমরান। শুক্রবার (১১ জুলাই) রাতে র‍্যাব-১ এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

ডিজি শহিদুর রহমান বলেন, শুক্রবার রাতেই ঢাকা থেকে কাঠমান্ডু রুটে বিমানে বোমা রয়েছে এমন একটি কল আসে বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলে। এতে ফ্লাইটটি স্থগিত করা হয় এবং তিন থেকে চার ঘণ্টা ধরে বিমান ও যাত্রীদের তল্লাশি চালানো হয়। তবে কিছুই পাওয়া যায়নি। তিনি জানান, এ ঘটনার ফলে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জাতীয় এয়ারলাইন্সের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

র‍্যাবের অনুসন্ধানে জানা যায়, ইমন তার পরকীয়া প্রেমিকার সঙ্গে নেপাল যাওয়ার পরিকল্পনা করেন। বিষয়টি জানতে পেরে তার মা ও স্ত্রী যাত্রা থামাতে নানা চেষ্টা করেন। ব্যর্থ হয়ে ইমনের বন্ধু ইমরান পরামর্শ দেন, যদি বিমানে বোমা থাকার কথা বলে ফোন দেওয়া হয়, তাহলে ফ্লাইট বাতিল হবে। সেই অনুযায়ী ইমনের মা রাশেদা বেগম বিমানবন্দরের কন্ট্রোলে কল করেন।

র‍্যাব ডিজি বলেন, “এটি একটি জঘন্য অপরাধ। এসব মিথ্যা তথ্য দিয়ে আতঙ্ক ছড়ানো দেশের ভাবমূর্তি ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। ভবিষ্যতে এমন ঘটনা যেন না ঘটে সে বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এই বিভাগের অন্য খবর

Back to top button