সারাদেশ

৫ কোটি টাকা চাঁদা না পেয়ে প্রতিষ্ঠানে গুলি ও হামলা

রাজধানীর পল্লবীতে পাঁচ কোটি টাকা চাঁদা না পেয়ে একটি আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে হামলা ও গুলির ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ জুলাই) বিকেলে ‘এ কে বিল্ডার্স’ নামে ওই প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

পল্লবী থানার ওসি শফিউল ইসলাম জানান, “২৫-৩০ জনের একটি সন্ত্রাসী দল শুক্রবার বিকেলে আলাব্দিরটেক এলাকায় ত্রাস সৃষ্টির জন্য গুলি চালায়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

এ কে বিল্ডার্সের কর্মকর্তারা জানান, কয়েকদিন আগে এক ব্যক্তি তাদের কাছে পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত অর্থ না দেওয়ায় শুক্রবার বিকেলে একদল লোক হামলা চালায় এবং নির্বিচারে গুলি ছোড়ে। এতে শরিফুল ইসলাম নামে এক কর্মকর্তা আহত হন। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান কাইউম আলী খানের ছেলে আমিনুল এহসান জানান, “প্রায় তিন সপ্তাহ আগে জামিল নামে এক ব্যক্তি বাবার কাছে পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করেন। রাজি না হওয়ায় তিনি লোকজন নিয়ে দুই দফা আমাদের অফিসে হামলা চালান, সিসি ক্যামেরাসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যান। এরপর শুক্রবার আবারও ২৫-৩০ জন হামলা ও গুলি চালায়।”

পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button