রাজনীতি
ট্রেন্ডিং

ইট-পাথর মেরে হত্যার ঘটনায় ২ যুবদল নেতা আজীবন বহিষ্কার

ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল এলাকায় ভাঙাড়ি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যা মামলায় অভিযুক্ত দুই যুবদল নেতাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন— যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক রজব আলী পিন্টু এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সবাহ করিম লাকি।

শুক্রবার (১১ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো যুবদলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃতদের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। দলীয় সব পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে তাদের কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

যুবদল আরও জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন কোনো প্রকার শৈথিল্য না দেখিয়ে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করে, সেই আহ্বান জানানো হচ্ছে।

এদিকে, একই ঘটনায় অভিযুক্তদের আজীবন বহিষ্কারের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ দ্রুত আইনগত পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button