একাদশে ভর্তি: যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান’ কোটা

চলতি জুলাই মাস থেকেই শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম। প্রতিবছরের মতো এবারও শিক্ষা মন্ত্রণালয় ভর্তির আগে একটি নীতিমালা প্রণয়ন করেছে। এ নীতিমালার ভিত্তিতেই আবেদন, শিক্ষার্থী নির্বাচন, চূড়ান্ত ভর্তি ও ক্লাস শুরুর তারিখসহ যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে।
২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য তৈরি খসড়া নীতিমালায় আসছে বেশ কিছু পরিবর্তন। সবচেয়ে বড় পরিবর্তন আসতে পারে কোটা ব্যবস্থায়। প্রস্তাবিত নীতিমালায় নতুন করে যুক্ত হতে পারে ‘জুলাই গণঅভ্যুত্থান’ কোটা, যেখানে ঐতিহাসিক গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের বা তাঁদের পরিবারের সদস্যদের বিশেষ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে।
অন্যদিকে, বাদ পড়তে পারে বহুল আলোচিত মুক্তিযোদ্ধা কোটা। শিক্ষা প্রশাসনের কর্মকর্তাদের মতে, স্বাধীনতার প্রায় ৫৫ বছর পর এসে ‘বীর মুক্তিযোদ্ধার সন্তান কোটা’ রাখার আর প্রয়োজনীয়তা নেই। বর্তমানে এই কোটায় সংরক্ষিত আসনগুলো পূরণ না হওয়ায় তা বাতিলের পক্ষে মত দিচ্ছেন সংশ্লিষ্টরা।
২০২৪ সালের সর্বশেষ নীতিমালা অনুযায়ী, একাদশ শ্রেণিতে ভর্তিতে ৯৩ শতাংশ আসন মেধার ভিত্তিতে উন্মুক্ত থাকে। বাকি ৭ শতাংশ বিভিন্ন কোটায় বরাদ্দ, যার মধ্যে ৫ শতাংশ ছিল মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য এবং ২ শতাংশ শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীনস্থ দপ্তরগুলোর কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য নির্ধারিত।
শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন শিক্ষাবর্ষ থেকে সব ধরনের কোটা বাতিলের পক্ষে মত দেবেন তারা। নাতি-নাতনি কোটা আগেই বাতিল হওয়ায় মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা রাখার প্রয়োজনীয়তাও তারা দেখছেন না। পাশাপাশি পোষ্য কোটার বৈধতা নিয়েও দীর্ঘদিন ধরে সমালোচনা রয়েছে।
তবে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা ভিন্ন মত পোষণ করছেন। তাদের মতে, নতুন পরিস্থিতি বিবেচনায় কিছু কোটা যুক্ত হতে পারে। ২০২৪ সালের ২৪ জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর এবারই প্রথম কলেজে একাদশ শ্রেণির ভর্তি শুরু হচ্ছে। অভ্যুত্থানে অংশগ্রহণকারী ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য ‘জুলাই শহীদ পরিবার’ বা ‘জুলাইযোদ্ধা’ কোটার মাধ্যমে সীমিত সুবিধা দেওয়ার প্রস্তাব বিবেচনায় রয়েছে।
এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম জানান, একাদশ শ্রেণির ভর্তির চূড়ান্ত নীতিমালা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে একটি বৈঠক ডাকা হয়েছে। সেখানে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।