
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান জানিয়েছেন, এনবিআর (জাতীয় রাজস্ব বোর্ড) নামটি আর ব্যবহার করা হবে না। মানুষের মনে এ নাম নিয়ে নেতিবাচক ধারণা থাকায় নামটি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে ‘রাজস্ব নীতি’ এবং ‘রাজস্ব বাস্তবায়ন’ নামে দুটি পৃথক বিভাগ থাকবে এবং প্রতিটি বিভাগের জন্য একজন করে সচিব দায়িত্বে থাকবেন।
রবিবার সকালে সচিবালয়ে আয়োজিত এক সভায় এসব কথা বলেন উপদেষ্টা ফাওজুল কবির খান। তিনি দেশের সার্বিক ব্যবসা-বাণিজ্য, শিল্প ও রাজস্ব সংশ্লিষ্ট উপদেষ্টা কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
তিনি জানান, এনবিআর সংস্কার নিয়ে যে অধ্যাদেশ জারি হয়েছে, তাতে কিছু সমস্যা ও শব্দগঠনের ত্রুটি রয়েছে। এসব সংশোধনে উপদেষ্টা কমিটি সুপারিশ করবে।
এনবিআর কর্মকর্তাদের আন্দোলনের প্রসঙ্গে ফাওজুল কবির বলেন, আন্দোলনটি একপর্যায়ে সরকারবিরোধী রূপ নেয়। মূলত রাজস্ব আদায়ে বাধা সৃষ্টি ও দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করাই ছিল এর উদ্দেশ্য। তিনি আরও বলেন, এনবিআর কর্মকর্তারা সরকারের আস্থা হারিয়েছেন, যা ফেরাতে হলে কর্মতৎপরতার মাধ্যমেই বিশ্বাস ফিরিয়ে আনতে হবে।
দেশের অর্থনীতি এখনও কাঙ্ক্ষিত লক্ষ্যে না পৌঁছালেও বর্তমানে তা গতিশীল হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।