শাজাহানপুর উপজেলা
ট্রেন্ডিং

বগুড়ায় গাঁজা ও ফেন্সিডিলসহ গ্রেফতার ২

বগুড়া জেলার শাজাহানপুরে র‍্যাব-১২, সিপিএসসি, বগুড়ার একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিনব কায়দায় পরিবহন করা ২৫ কেজি ৮০০ গ্রাম গাঁজা ও ৫০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

শনিবার (১৩ জুলাই) রাত আনুমানিক ১টা ১০ মিনিটে উপজেলার বনানী এলাকায় বিটিসিএল অফিসের সামনে রংপুর-ঢাকা মহাসড়কের ওপর এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মো. শামীম মিয়া (২০), পিতা-মো. আশরাফ আলী, ও মো. লিয়ন মিয়া (২২), পিতা-মো. মুসা মিয়া। উভয়ের বাড়ি কুড়িগ্রাম জেলায়। বর্তমানে তারা সদর উপজেলার কাঠালবাড়ী নেপাদদারগা এলাকায় বসবাস করছিলেন।

অভিযানে তাদের কাছ থেকে গাঁজা ও ফেন্সিডিল ছাড়াও মাদক ব্যবসায় ব্যবহৃত ২টি স্মার্টফোন, ৩টি সিমকার্ড ও নগদ ১,০০০ টাকা জব্দ করা হয়।

র‍্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক সরবরাহে জড়িত ছিল এবং মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদক ক্রয়-বিক্রয় করত।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বগুড়ার শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
র‍্যাব-১২ জানায়, ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত বাংলাদেশ গঠনে তারা বদ্ধপরিকর।

এই বিভাগের অন্য খবর

Back to top button