
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার সারিয়াকান্দিতে নিজ বাড়ির প্রধান দরজার সামনে থেকে সজিব মিয়া নামে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৩ জুলাই) সকালে উপজেলার কুতুবপুরের তালতলা এলাকায় এই লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে।
সজীব মিয়া ওই এলাকার শরিফ উদ্দিনের ছেলে।
বগুড়া সারিয়াকান্দি থানার ওসি জামিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সজীব মিয়া নামে এক যুবকের মরদেহ তারই বাড়ির গেইটের সামনে থেকে উদ্ধার করা হয়েছে। কপালে জখমের চিহ্ন আছে। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কারণে মৃত্যু তা এখনও নিশ্চিত না।
লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে যোগ করেন ওসি জামিরুল।
স্থানীয় সূত্রে জানা গেছে, সজীব মিয়া কয়েক বছর আগে এইচএসসি পাশ করেছেন । তিনি নেশাগ্রস্ত ছিলেন। রবিবার সকালে সজীবের বাবা নামাজ পড়তে বের হওয়ার সময় সজীবকে বাইরের দরজার সামনে পড়ে থাকতে দেখেন। এ সময় তার মুখমণ্ডল রক্তাক্ত ছিল। এরপর পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে৷