
বগুড়ার শাজাহানপুর থানার একটি হত্যা ও বিস্ফোরক মামলার অন্যতম আসামি এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ.কে.এম ইজহারুল ইসলাম (৪২) কে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শনিবার (১৩ জুলাই) দুপুর আনুমানিক ১২টার দিকে শাজাহানপুর রেজিস্ট্রি অফিস সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার গন্ডগ্রাম ফকিরপাড়ার বাসিন্দা। তার পিতার নাম মো. জিল্লুর রহমান এবং মাতার নাম মোছা. জিন্নাতুননেছা।
উল্লেখ্য, ইজহারুল ইসলাম বর্ণিত মামলার আসামি ছিলেন, যার নম্বর হলো—মামলা নং: ০১, তারিখ: ০১/১১/২০২৪, জিআর নং: ৩২৪/২০২৪। মামলায় তার বিরুদ্ধে অস্ত্র আইন ১৮৭৮ এর ১৯এ ধারা, দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩৪১/৩২৪/৩০৭/৩০২/১১৪ ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন ১৯০৮ এর ৩/৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলাটিতে গুরুতর অভিযোগ থাকায় দীর্ঘদিন ধরে তিনি নজরদারির তালিকায় ছিলেন বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্ট সূত্র।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, আসামিকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হবে এবং মামলার তদন্ত আরও জোরদার করা হচ্ছে।