
রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড হাসপাতাল) এলাকায় নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত শাটডাউনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
রোববার (১৩ জুলাই) দুপুরে কলেজ প্রাঙ্গণ থেকে বের করা এক বিক্ষোভ মিছিল শেষে তারা এ ঘোষণা দেন।
শিক্ষার্থীরা বলেন, বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধ, ফুটপাতের দোকান উচ্ছেদ এবং আনসার বাহিনীকে আরও সক্রিয় করার দাবিতে তারা এই কর্মসূচি ঘোষণা করেছেন।
গত ৯ জুলাই মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার পর থেকেই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পর থেকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরা নিরাপত্তা জোরদারসহ বিচার দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে আসছেন।
চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে সর্বশেষ রোববার আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে গ্রেপ্তারকৃতের সংখ্যা দাঁড়িয়েছে সাতজনে।