ইউটিউব মনিটাইজেশনে রেডিমেড কনটেন্ট দিয়ে আয় আর নয়

অনলাইন ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব তাদের মনিটাইজেশন নীতিমালায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। নতুন নিয়ম অনুযায়ী, অন্যের তৈরি করা পুরোনো ভিডিও বা কোনো ধরনের রেডিমেড কনটেন্ট পুনঃব্যবহার করে আর অর্থ উপার্জন করা যাবে না।
ইউটিউব বলছে, ভিডিও থেকে অর্থ আয় করতে হলে কনটেন্টে অবশ্যই থাকতে হবে নতুনত্ব বা মৌলিকতা। অর্থাৎ কেবল অন্যের ভিডিও কেটে ব্যবহার করলেই আর মনিটাইজেশন সুবিধা মিলবে না।
এই পদক্ষেপ ইউটিউবের পক্ষ থেকে ‘অরিজিনাল কনটেন্ট’কে উৎসাহ দেওয়ার অংশ হিসেবে নেওয়া হয়েছে। ফলে যারা সত্যিকারের সৃজনশীলতা নিয়ে কাজ করছেন, তারা এই নীতির মাধ্যমে উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।
তবে নীতিমালার এই পরিবর্তনে ইউটিউব কনটেন্ট নির্মাতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এটিকে স্বাগত জানালেও, অনেকেই উদ্বেগ প্রকাশ করছেন। বিশেষজ্ঞরা বলছেন, ইউটিউবে এমন বহু চ্যানেল রয়েছে যারা নতুন কিছু না যোগ করেই অন্যের তৈরি ভিডিও দিয়ে আয় করছিলেন, এখন তাদের টিকে থাকা কঠিন হবে।
এই পরিবর্তন ইউটিউব প্ল্যাটফর্মকে আরও মানসম্পন্ন এবং সৃজনশীলতাভিত্তিক করার লক্ষ্যে নেওয়া হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।