শাজাহানপুর উপজেলা
ট্রেন্ডিং

বগুড়ায় ড্রেনের পাইপে পড়ে শিশু নিখোঁজ

বগুড়ার শাজাহানপুরে ড্রেনের পানিতে পড়ে তিন বছরের একটি শিশু নিখোঁজ হয়েছে।

সোমবার (১৫ জুলাই) দুপুর পৌনে ৪টার দিকে উপজেলার মাদলা ইউনিয়নের চাঁচাইতারা মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিখোঁজ শিশুর নাম মোঃ ফাইম বাবু (৩)। সে ওই গ্রামের মোঃ সোহেল রানার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফাইম বাবু প্রতিবেশী একটি শিশুর সঙ্গে ফাঁকা জমিতে জমে থাকা বৃষ্টির পানিতে খেলছিল। এ সময় হঠাৎ করে পা স্লিপ করে সে পাশে থাকা ড্রেনের পাইপের ভেতরে পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে নিখোঁজ হয়ে যায়।

পরবর্তীতে সঙ্গে থাকা শিশুটি ঘটনাটি ভিকটিমের পরিবারের সদস্যদের জানালে, স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে আশপাশের ড্রেন ও ডোবার পানিতে খোঁজাখুঁজি শুরু করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত সন্ধ্যা নাগাদ উদ্ধার কাজ চলমান রয়েছে।

এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং উদ্ধার তৎপরতা তদারকি করছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button