আন্তর্জাতিক খবর

ক্ষুব্ধ মমতা: কলকাতায় আশ্রয় নিয়েছেন আ. লীগ নেতারা, ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

ভারতের কেন্দ্রীয় সরকারের আশ্রয়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতারা কলকাতায় বসবাস করছেন—এমন ইঙ্গিত দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার (১৭ জুলাই) নিউটাউনে এক আবাসন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে নাম উল্লেখ না করে তিনি বলেন, “ভারত সরকার তো কয়েকজন অতিথিকে রেখে দিয়েছে। আমি কি তাতে বাধা বা আপত্তি করেছি? দিইনি। কারণ এটি রাজনৈতিক বিষয়। তাহলে আপনারা কেন ‘বাংলায় কথা বললেই বাংলাদেশি’ তকমা দিচ্ছেন?”

মোদি সরকারের সমালোচনা করে তিনি বলেন, “একজন ভারতীয় দেশের যেকোনো প্রান্তে যেতে পারেন। কিন্তু বিভিন্ন রাজ্যে এখন বাংলায় কথা বললেই তাকে বাংলাদেশি বলে অপমান করা হচ্ছে। শুধু বাংলাদেশি নয়, বাংলাভাষীদের ‘রোহিঙ্গা’ বলেও চিহ্নিত করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “বিজ্ঞপ্তি জারি করে বলা হচ্ছে, কেউ বাংলায় কথা বললে রিপোর্ট করুন। তারা জানে না, বাংলা ভাষায় কথা বলা মানুষের সংখ্যা এশিয়ায় দ্বিতীয় এবং বিশ্বে পঞ্চম।”

পশ্চিমবঙ্গে বসবাসকারী বহু মানুষের শিকড় যে অনেক পুরনো, সে বিষয়টি তুলে ধরে মমতা বলেন, “অনেকে দেশভাগের আগেই এসেছেন, কেউ কেউ ১৯৭১ সালের আগেই ভারতে জন্ম নিয়েছেন। তারা বাংলা বলেন বলেই বাংলাদেশি হয়ে যান না। তারা সবাই ভারতীয়।”

তিনি অভিযোগ করেন, “এখন যাকেই পাচ্ছে, বাংলায় কথা বললেই বলে দিচ্ছে বাংলাদেশি বা রোহিঙ্গা। এটা কোনো সভ্য সমাজের আচরণ হতে পারে না।”

রাজনৈতিক নেতৃত্বের মানসিকতা নিয়েও প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী বলেন, “রাজনীতি করতে হলে মনটাকে ঠিক রাখতে হয়। রাজনৈতিক মানুষরাই সরকার চালায়। যদি তারা রাজনৈতিকভাবে সৎ ও সচেতন না হন, তারা কখনোই ভালো প্রশাসক হতে পারেন না। সরকার চালাতে হলে মাথা চালাতে হয়—মগজে মরুভূমি হলে চলবে না। মগজ খুলে দিতে হবে খোলা আকাশ, মুক্ত বাতাস আর মুক্ত চিন্তার জন্য।”

এই বিভাগের অন্য খবর

Back to top button