
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার দুপচাঁচিয়ায় ডাকাতি ও হত্যার ঘটনায় জিয়ারুল মোল্লা (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার সন্ধ্যায় জেলারি শিবগঞ্জের মহাস্থানগড় দক্ষিণপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জিয়ারুল মোল্লা জেলার কাহালু উপজেলার বড়ভাদাহার গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে একাধিক চুরি ডাকাতি ও দস্যুতার অভিযোগের মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কমান্ডার এম আবুল হাশেম সবুজ।
শনিবার দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১২ ক্যাম্পের প্রধান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ৮ জুলাই রাতের কোনো এক সময় দুপচাঁচিয়ায় জিয়ানগর ইউপিস্থ লক্ষীমন্ডপ গ্রামের আফতাব উদ্দিন ও তার ছেলের স্ত্রী রিভাকে (৩৫) শ্বাসরোধ করে হত্যা ও ডাকাতির ঘটনা ঘটে। এই ঘটনায় নিহত আফতাব উদ্দিনের মেয়ে একটি ডাকাতি ও হত্যার মামলা করেন।
সেই মামলার তদন্তে জিয়ারুল মোল্লার সংশ্লিষ্টতা পায় র্যাব। পরে শুক্রবার গোপন তথ্যের ভিত্তিতে শিবগঞ্জের মহাস্থানগড় দক্ষিণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন র্যাব সদস্যরা। এতে জিয়ারুল মোল্লাকে গ্রেপ্তার করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার এম আবুল হাশেম সবুজ বলেন, জিয়ারুল মোল্লা একাধিক চুরি, ডাকাতি ও দস্যুতার মামলার আসামি। তাকে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার কাছে হস্তান্তর করা হয়েছে।