নন্দীগ্রাম উপজেলা
ট্রেন্ডিং

বগুড়ায় স্ত্রীকে ভিডিও কলে রেখে যুবকের আত্মহত্যা

বগুড়ার নন্দীগ্রামে স্ত্রীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সাব্বির হোসেন (২৫) নামের এক যুবক।

শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাতে পৌর এলাকার দামগাড়া সড়কপাড়ায় এ ঘটনা ঘটে।

সাব্বির হোসেন উপজেলার বুড়ইল ইউনিয়নের কৈগাড়ী গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি সম্প্রতি স্ত্রীকে নিয়ে দামগাড়ায় ভাড়া বাসায় বসবাস করছিলেন এবং স্থানীয় এক হোটেলে শ্রমিকের কাজ করতেন।

জানা যায়, প্রায় দুই বছর আগে ঢাকায় গার্মেন্টসে চাকরি করার সময় সুমাইয়া খাতুন (২০) নামের এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে সাব্বিরের। পরে তারা বিয়ে করেন। মাসখানেক আগে স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতে এলেও পরিবার তাদের মেনে নেয়নি। বাধ্য হয়ে তারা আলাদা বাসায় ওঠেন।

সম্প্রতি স্বামী-স্ত্রীর মধ্যে কলহ শুরু হয়। একপর্যায়ে সুমাইয়া ঢাকায় ফিরে যান। স্ত্রীকে ফিরিয়ে আনার ব্যর্থ চেষ্টার পর শুক্রবার রাতে সাব্বির তাকে ভিডিও কলে রেখে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। ঘটনার পর সুমাইয়া প্রতিবেশীদের ফোন করে বিষয়টি জানান। পরে তারা গিয়ে সাব্বিরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়।

পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button