দুপচাঁচিয়া উপজেলাবগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় ডাকাতি-জোড়া খুন: আরও এক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় শ্বশুর ও পুত্রবধূকে হত্যার ডাকাতির ঘটনায় মো. মিঠুন ওরফে মিঠু নামে আরো এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২।

শনিবার (১৯ জুলাই) রাতে আদমদীঘির নশরতপুর মুটপুকুরিয়া বাজার এলাকা থেকে তাকে ধরা হয়।

রবিবার র‍্যাব-১২ বগুড়ার ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এম আবুল হাশেম সবুজ এই তথ্য নিশ্চিত করেছেন।

চলতি বছরের ৮ জুলাই গভীর রাতে দুপচাঁচিয়ার জিয়ানগরে আফতাব উদ্দিন (৭০) এবং তার পুত্রবধূ রিভাকে (৩৫) শ্বাসরোধ করে হত্যার পর ডাকাতি করা হয়। পরের দিন নিহতদের স্বজনেরা বিষয়টি টের পেলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় নিহত আফতাব উদ্দিনের মেয়ে দুপচাঁচিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার শুরু থেকে র‍্যাব-১২ ছায়া তদন্ত করছে।

লেফটেন্যান্ট কমান্ডার সবুজ জানান, এই হত্যাকাণ্ডের পর থেকেই র‍্যাব আসামিদের গ্রেপ্তারে তৎপরতা চালায়। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, আসামি মিঠুন আদমদীঘীর নশরতপুর মুটপুকুরিয়া এলাকায় রয়েছে। সেই তথ্যের ভিত্তিতে শনিবার রাত ৯টায় র‍্যাব-১২ এর একটি দল অভিযান চালিয়ে মিঠুনকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে একটি মোবাইল ফোন, একটি সিম এবং নগদ ১৭০ টাকা উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সবুজ আরও বলেন, মিঠুনের বিরুদ্ধে আগেও চুরি ও মাদক মামলা রয়েছে। তাকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য জেলা গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে ১৮ জুলাই সন্ধ্যায় এই মামলায় জিয়ারুল মোল্লা মানে এক অভিযুক্তকে শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেপ্তার জিয়ারুল মোল্লার বিরুদ্ধে একাধিক চুরি ডাকাতির মামলা আছে বলে জানা গেছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button