খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু

খাবারে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার (২০ জুলাই) রাতে অসুস্থতা অনুভবের পর তাকে বাসায় পরীক্ষা করেন হাদাসা আইন কেরেম হাসপাতালের অভ্যন্তরীণ মেডিসিন বিভাগের পরিচালক ডা. আলোন হার্শকো। নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে, আগামী তিন দিন তিনি বাসা থেকেই দাপ্তরিক দায়িত্ব পালন করবেন। খবর টাইমস অব ইসরায়েল।
চিকিৎসকেরা জানান, নষ্ট খাবার খাওয়ার ফলে নেতানিয়াহুর অন্ত্রে প্রদাহ হয়েছে এবং তিনি পানিশূন্যতায় ভুগছেন। স্যালাইন দিয়ে চিকিৎসা চললেও তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।
অসুস্থতার কারণে সোমবার ও মঙ্গলবার নেতানিয়াহুর দুর্নীতির মামলার শুনানি স্থগিত করা হয়েছে। আদালতের গ্রীষ্মকালীন ছুটির কারণে আগামী ৫ সেপ্টেম্বরের আগে কোনো শুনানি হওয়ার সম্ভাবনা নেই।
৭৫ বছর বয়সি নেতানিয়াহু সাম্প্রতিক বছরগুলোতে একাধিক স্বাস্থ্য জটিলতায় ভুগেছেন। ২০২৩ সালে হৃদযন্ত্রে ব্লক ধরা পড়ায় তার পেসমেকার বসানো হয়। একই বছর পানিশূন্যতা ও হৃদস্পন্দনের সমস্যায় তাকে হাসপাতালে নেওয়া হয়। ২০২৪ সালের মার্চে তার হার্নিয়ার অপারেশন ও ডিসেম্বরে প্রস্টেট অপসারণের অস্ত্রোপচার হয়। এ বছর মার্চ মাসেই ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে তিনি কয়েক দিন কাজে অনুপস্থিত ছিলেন।