বিমান দুর্ঘটনায় নরেন্দ্র মোদির শোক ও দুঃখ প্রকাশ, সহযোগিতার আশ্বাস

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (২১ জুলাই) এক শোকবার্তায় তিনি বলেন, “ঢাকায় একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। যেখানে মৃতদের মধ্যে অনেকেই শিক্ষার্থী। নিহতদের পরিবারগুলোর প্রতি আমাদের হৃদয়বিদারক সমবেদনা রইল। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”
তিনি আরও বলেন, “ভারত বাংলাদেশের পাশে আছে এবং যেকোনো ধরনের সহায়তা ও সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।”
এর আগে সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বিমান বাহিনীর এফ-৭ বিজিআই (৭০১) মডেলের একটি প্রশিক্ষণ বিমান রাজধানীর বাশার ঘাঁটি থেকে উড্ডয়ন করে। মাত্র ১২ মিনিট পর, ১টা ১৮ মিনিটে এটি উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার পরপরই আগুন ধরে যায় বিমানটিতে। এতে ঘটনাস্থলেই এক শিক্ষার্থী নিহত হন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। তাৎক্ষণিকভাবে দেড় শতাধিক শিক্ষার্থীকে উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে ১৬৪ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধদের অধিকাংশই শিক্ষার্থী বলে জানা গেছে।